মরি গো এই মন-দুঃখে।
ওমা মা বিনে দুঃখ বলবো কাকে।।
একী অসম্ভব কথা, শুনে বা কী বলবে লোকে।
ওই যে যার মা জগদীশ্বরী,
তার ছেলে মরে পেটের ভুকে।।
সে কি তোমার সাধের ছেলে মা,
রাখলে যারে পরম সুখে।
ওমা আমি কত অপরাধী,
লুন মেলে না আমার শাকে।।
ডেকে ডেকে কোলে লয়ে,
পাছাড় মারিলে আমার বুকে।
ওমা মায়ের মতো কাজ করেছ,
ঘোষিবে জগতের লোকে।।