শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ১৫৬

পতিতপাবনী পরা, পরামৃত ফলদায়িনী।।
সুদীনে চরণ-ছায়া, বিতরো শংকর জায়া।
কৃপাং কুরু স্বগুণে মা, নিস্তারকারিণী।।
কৃতপাপ হীনপুণ্য, বিষয়ী ভজনা-শূণ্য।
তারারুপে তারয় মাং, নিখিল-জননি।।
ত্রাণ হেতু ভবার্ণব চরণ তরণি তব।
প্রসাদে প্রসন্না ভব, ভবের গৃহিনী।।