কালী কালী বলো রসনা রে।
ও মন ষটচক্র রথ-মধ্যে,
শ্যামা মা মোর বিরাজ করে।।
তিনটে কাছি কাছাকাছি, যুক্ত বাঁধা মূলাধারে।
পাঁচ ক্ষমতায় সারথি তায়,
রথ চালায় দেশ দেশান্তরে।।
যুড়ি ঘোড়া দৌড় কুচে, দিনেতে দশকুশী মারে।
সে যে সময়শির নাড়িতে নারে,
কলে বিকল হলে পরে।।
তীর্থে গমন, মিথ্যা ভ্রমণ, মন উচাটন কোরো নারে
ও মন ত্রিবেণীর ঘাটেতে বৈসো,
শীতল হবে অন্তঃপুরে।।
পাঁচ জনে পাঁচ স্থানে গেলে,
ফেলে রাখবে প্রসাদেরে।
ও মন, এই তো সময়, মিছে কাল যায়,
যত ডাকতে পার দু অক্ষরে।।