মন কেন রে পেয়েছো এত ভয়।
ও তুমি কেন রে পেয়েছো এত ভয়।
তুফান দেখে ডোরো না রে, ও তুফান নয়।
দূর্গানাম তরণি করে বেয়ে গেলে হয়।।
পথে যদি চৌকিদারে তোরে কিছু কয়
তখন ডেকে বোলো, আমি শ্যামা মায়েরই তনয়।।
প্রসাদ বলে খ্যাপা মন, তুই কারে করিস ভয়।
আমার এ তনু দক্ষিণার পদে করেছি বিক্রয়।।