শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ২৩৭

গেল না, গেল না, দুঃখের কপাল।
গেল না গেল না, ছাড়িয়ে ছাড়ে না,
ছাড়িয়ে ছাড়ে না, মাসী হল কাল।।
আমি মনে সদা বাঞ্ছা করি সুখ,
মাসি এসে তাহে দেয়না দুখ,
মাসির মায়া জ্বালা, করে নানা খেলা
দেয় দ্বিগুণ জ্বালা, বাড়ায় জঞ্জাল।।
দ্বিজ রামপ্রসাদের মনে এই ত্রাস,
জন্মে মাতৃকূলে না করিলাম বাস,
পেয়ে দুখের জ্বালা, শরীর হইল কালা,
তোলা দুধে ছেলে বাঁচে কত কাল।।