শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ৫৪

অসকালে যাবো কোথা।
আ‌মি ঘু‌রে এ‌লেম যথাতথা।
‌দিবা হল অবসান,
তাই দে‌খে কা‌পি‌ছে প্রাণ।
তু‌মি নিরাশ্রয়ের আশ্রয় হ‌য়ে,
স্থান দেও গো জগন্মাতা।।
শু‌নে‌ছি শ্রীনা‌থের কথা, বট চতুর্বর্গদাত‌া।
রামপ্রসাদ ব‌লে, চরণত‌লে
রাখ‌বে রা‌খো এই আমার কথা‌।।