আমি তোর আসামি নইরে শমন,
মিছে কেন করিস তাড়না।
শমন আছে রে প্রকাশ, আমি দূর্গাদাস,
তোর কিছু ধার ধারি না।
আমি দূর্গাপুরবাসী,
সেখানে নাই নিরিখ বেশী রে।
নাইকো তহসিল-যাতনা,
জমার নাইকো বাটা, মা দিয়াছেন পাটা,
স্বহস্তেতে করি নিশানা-
(শমন রে) মায়ের পেয়ে অনুমতি,
চৌদ্দ ভুবনপতি, উশুলে তফাত কিছু করে না।
জগদম্বা আমার রাজা, আমি মায়ের খাসের প্রজা
তোর তালুকেতে থাকি না,
পেয়ে মহাবীজ, হয়েছি খারিজ,
তোর কাছারি যেতে হবে না,
দেখো গে চিত্রগুপ্তের কাছে,
যে বাকীদার আছে, আমার নাম তাতে পাবি না
সাবেক যত জমা ছিল,
সে অঙ্কে মা শূন্য দিল রে,
এমনই মায়ের করুণা,
রামপ্রসাদ কয়, তপন-তনয়
আর কভু হেথা এসো না
(শমন রে) তুমি এসেছ এখানে,
মা যদি তা শোনে,
অপমানে বাকী থোবে না।।