নটবর বেশে বৃন্দাবনে,
কালী হলে রাসবিহারী।
পৃথক প্রণব, নানা লীলা তব,
কে বুঝে এ কথা বিষম ভারী।।
নিজ তনু আধা, গুণবতী রাধা,
আপনি পুরুষ, আপনি নারী।
ছিল বিবসন কটি, এবে পীতধটি,
এলো চুল চূড়া বংশীধারী।।
আগেতে কুটিল, নয়ন অপাঙ্গে,
মোহিত করেছ ত্রিপুরারি।
এবে নিজে কালো, তনুরেখ ভালো,
ভুলালে নাগরী নয়ন ঠারি।।
ছিল ঘন ঘন হাস, ত্রিভুবনত্রাস,
এবে মৃদু হাস, ভুলে ব্রজকুমারী।
পূর্বে শোণিতসাগরে নেচেছিলে শ্যামা,
এবে প্রিয় তব যমুনাবারি।।
প্রসাদ হাসিছে, সরসে ভাসিছে,
বুঝেছি জননি মনে বিচারি।
মহাকাল কালী, শ্যামা শ্যামতনু,
একই সকল, বুঝিতে নারি।।