কালী সব ঘুচালে ল্যাটা।
আগম নিগম শিবের বচন,
মানবি কিনা মানবি সেটা।।
শ্মশান পেলে ভালোবাস মা,
তুচ্ছ কর মণিকোটা।
মা গো আপনি যেমন ঠাকুর তেমন,
ঘুচল না আর সিদ্ধি-ঘোঁটা।।
যেমন তোমার ভক্ত হয় মা,
ভিন্ন হয় তার রুপের ছটা।
তার কটিতে কৌপীন মেলে না,
গায় ছালি আর মাথায় জটা।।
ভূতলে আনিয়ে মা গো
করলে আমায় লোহাপিটা।
আমি তবু কালী বলে ডাকি,
সাবাস আমার বুকের পাটা।।
চাকলাজুড়ে নাম রটেছে,
শ্রীরামপ্রসাদ কালীর ব্যাটা।
এ যে মায়েপোয়ে এমন ব্যবহার,
ইহার মর্ম বুঝবে কেটা।।