শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ১০৬

আমার অন্তরে আনন্দময়ী।
সদা করিতেছেন কেলি।।
আমি যেভাবে সেভাবে থাকি,
নামটি কভু নাহি ভুলি।
আবার দু-আঁখি মুদিলে দেখি,
অন্তরেতে মুন্ডমালী।।
বিষয়বুদ্ধি হইল হত,
আমায় পাগল বোল বলে সকলই।
আমায় যা বলে তা বলুক তারা,
অন্তে যেন পাই পাগলি।।
শ্রীরামপ্রসাদ বলে, মা বিরাজে শতদলে,
আমি শরণ নিলাম চরণতলে,
অন্তে না ফেলিয়ো ঠেলি।।