সামাল সামাল ডুবল তরি।
আমার মন রে ভোলা, গেল বেলা,
ভজলে না হরসুন্দরী।।
প্রবঞ্চনার বিকিকিনি, করে ভরা কৈলে ভারী
সারাদিন কাটালে ঘাটে বসে,
সন্ধ্যাবেলা ধরলে পাড়ি।।
একে তোর জীর্ণ তরি, কলুষেতে হল ভারী।
যদি পার হবি মন ভবার্ণবে,
শ্রীনাথে করো কান্ডারী।।
তরঙ্গে দেখিয়া ভারী, পলাইল ছয়টা দাঁড়ি
এখন গুরুব্রহ্ম সার করো মন,
যিনি হন ভবকান্ডারী।।