শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ৩৭

আমি তাই অভিমান করি।
আমায় ক‌রেছ গো মা সংসারী।।
অর্থ বিনা ব‌্যার্থ যে এই সংসার সবারই।
ওমা তু‌মিও কোন্দল ক‌রেছ, ব‌লি‌য়ে শিব ভি‌কি‌রি।
জ্ঞান ধর্ম শ্রেষ্ঠ ব‌টে, দান ধ‌‌‌‌র্মোপ‌রি।
‌বিনা ওমা দা‌নে মথুরাপা‌রে,
যান‌নি সেই ব্র‌‌জেশ্বরী।।
না‌তোয়া‌নি কাচ কা‌চো মা
অ‌ঙ্গে ভস্মভূষণ প‌রি।
ওমা কোথায় লুকা‌বে ব‌লো,
কু‌বের ‌তোমার ভান্ডারী।।
প্রসা‌দে প্রসাদ দি‌তে মা, এত কেন হ‌লে ভারী।
য‌‌দি রাখ প‌দে, থে‌কে প‌দে,
প‌দে প‌দে বিপদ সা‌রি।।