কালী তারার নাম জপো মুখে রে।
যে নামে শমনভয় যাবে দূরে রে।
যে নামেতে শিব সন্ন্যাসী হইল শ্মশানবাসী,
ব্রহ্মা আদি দেব যাঁরে, নাহি পায় ভাবিয়া রে।।
ডুবুডুবু হইল ভরা, লোকে বলে ডুবে রে,
তবু ভুলাইতে পার যদি, ভোলানাথের মন রে।
আমি অতি মূঢ়মতি, না জানি ভকতি স্তুতি,
দ্বিজ রামপ্রসাদের নতি,
চরণতলে রেখো রে।।