শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ৬৩

ইথে কি আর আপদ আছে।
(এই যে তারার জমি আমার দেহ)
যাতে দেবের দেব সুকৃষাণ হয়ে,
মহামন্ত্রে বীজ বুনেছে।।
ধৈর্য খোটা, ধর্ম বেড়া,
এ দেহের চৌদিক ঘেরেছে।
এখন কাল-চোরে কী করতে পারে,
মহাকাল রক্ষক রয়েছে।।
দেখেশুনে ছয়টা বলদ,
ঘর হতে বাহির হয়েছে।
কালীনাম অস্ত্রের তীক্ষ্ণধারে,
পাপ-তৃণ সব কেটেছে।।
প্রেম ভক্তি সুবৃষ্টি তায়,
অহর্নিশি বর্ষিতেছে।
কালী-কল্পতরুবরে রে ভাই,
চতুর্বর্গ ফল ধরেছে।।