শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ১২০

তিলেক দাঁড়া ওরে শমন,
বদন ভরে মাকে ডাকি রে।
আমার বিপদকালে ব্রহ্মময়ী,
এসেন কি না এসেন দেখি রে।।
লয়ে যাবি সঙ্গে করে, তার এত ভাবনা কীরে।
তবে তারা-নামের কবচ-মালা,
বৃথা আমি গলায় রাখি রে।।
মহেশ্বরী আমার রাজা,
আমি খাস তালুকের প্রজা,
আমি কখনো নাতান, কখনো সাতান,
কখনো বাকীর দায়ে না ঠেকি রে।।
প্রসাদ বলে মায়ের লীলা,
অন্যে কি জানিতে পারে।
যার ত্রিলোচন না পেল তত্ত্ব,
আমি অন্ত পাবো কীরে।।