মা বিরাজে ঘরে ঘরে। এ কথা ভাঙিব কি হাঁড়ি চাতরে।। ভৈরবী ভৈরব সঙ্গে, শিশু সঙ্গে কুমারী রে। যেমন অনুজ লক্ষ্মণ সঙ্গে জানকী তার সমিভ্যারে।। জননি, তনয়া, জায়া, সহোদরা, কী অপরে, রামপ্রসাদ বলে বলব কী আর, বুঝে লওগে ঠারেঠোরে।।