শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ১৯৩

মায়ের নাম লইতে অলস হইও না,
রসনা! যা হবার তাই হবে।
দুঃখ পেয়েছ (আমার মনরে) না আরো পাবে
ঐহিকের সুখ হলনা বলে,
কি ঢেউ দেখে নাও ডুবাবে।।
রেখো, রেখো সে নাম সদা সযতনে,
নিয়ো রে, নিয়ো রে নাম শয়নে স্বপনে।
সচেতনে থেকো (মন রে আমার),
কালী বলে ডেকো, এ দেহ ত্যজিবে যবে।।