মন রে আমার এই মিনতি।
তুমি পড়াপাখি হও করি স্তুতি।।
যা পড়াই তাই পড়ো মন,
পড়লে শুনলে দুধিভাতি।
ওরে, জান না কি ডাকের কথা,
না পড়িলে ঠ্যাঙার গুতি।।
কালী কালী কালী পড়ো মন,
কালীপদে রাখো প্রীতি।
ওরে, পড়ো বাবা আত্মারাম,
আত্মজনের করো গতি।।
উড়ে উড়ে বেড়ে বেড়ে,
বেড়িয়ে কেন বেড়াও ক্ষিতি।
ওরে গাছের ফলে কদিন চলে,
করো রে চার ফলের স্থিতি।।
প্রসাদ বলে ফলা গাছে,
ফল পাবি মন শুনো যুকতি।
ওরে বসে মূলে কালী বলে,
গাছ নাড়া দেও নিতি নিতি।।