শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ২০৬

সদাশিব-শবে আরোহিণী কামিনী।
শোণিত শোভিত ধারা, মেঘে সৌদামিনী।।
এ কী দেখি অসম্ভব, আসন করেছে শব,
মূর্তিমতী মনোভাব ভবভামিনী।।
রবি শশী বহ্নি আঁখি, ভালে শশী শশিমুখী,
পদ-নখে শশীরাশি গজগামিনী।
শ্রীকবিরঞ্জন ভণে, কাদম্বিনী রুপ মনে,
ভাবয়ে ভকত জনে, দিবস রজনি।।