উপরোধের কাজ দেখোরে ভাই ঢেঁকি গেলার মতো ।
যায়না গেলা তলা গলা ফেড়ে হয় হত ।।
মনটা যাতে রাজি হয় প্রাণটা তাতে আপনি যায়
পাথর দেখে ভাসে শোলার মতো ।
বেগার ঠেলা ঢেকি গেলা টাকশালে সই নয় তো ।।
মুচির চাম কেটোয়ায় গঙ্গা মা কোন গুণে যায় দেখোনা তারে ফুল দিয়ে পায়না তো ।
মন যাতে নাই পূজলে কি হয় ও ফুল দিয়ে শত শত ।।
যার মনে যা লাগেরে ভাই সে করুক করুক রে তাই গোল কেন আর এতো ।
ফকীর লালন কয় লাথিয়ে পাঁকায় সে ফল হয় তেতো ।।