উব্দ মানুষ জগতের মূলগোড়া হয় ।
করণ তার বেদছাড়া ধরা সহজ নয় ।।
ডানে বেদ বামে কোরাণ মাঝখানে ফকীরের বয়ান ।
যার হবে সেই দিব্যজ্ঞান সেহি দেখতে পায় ।।
জাহের নাই বেদকোরাণে আছে সে অজুদ ভজনে ।
ঐক্য হলে মনেপ্রাণে নাম যার নবী কয় ।।
ইরফানি কোরাণ খুজে দেখতে পাবে তনের মাঝে ।
ছয় লতিফা কীরুপ সাজে জিকিরে উঠছে সদাই ।।
নফির জোরে পাবি দেখা বেদে নাই যার চিহ্নরেখা ।
সিরাজ সাঁই কয় লালন বোকা এসব ধোকাতে হারায় ।।