উব্দ গাছে ফুল ফুটেছে প্রেমনদীর ঘাটে ।
গাছের ডালপালা খালি রয়েছে ভিতরে ফুল ফোটে ।।
বারো মাসে বারো ফুল ধরে কত ফুল তার যাচ্ছে ঝরে ।
সুগন্ধি বারি পেলে ফুলের মোহর আটে ।।
তিন রতি আঠারো তিলে ফুলের মোহর তাই গঠিলে ।
ফল বাহির হয়ে গাছের রস চুষিলে মানুষ রাক্ষস বটে ।।
সিরাজ সাঁইয়ের বচন শোনরে অবোধ লালন ।
তুই ছিলি কোথায় এলি হেথায় আবার যাবি কার নিকটে ।।