লালন ফকীর রচিত গান নং ৪০২

তুমি যাবে কি না যাবে হরি জানতে এসেছি তাই ।
ব্রজ হতে তোমায় নিতে পাঠিয়েছেন রাই ।।
শাল পাগড়ি মাথায় দিয়ে মথুরাতে রাজা হয়ে ।
তুমি আছো ভুলে কুবজারে পেয়ে শ্রীরাধার কথা মনে নাই ।।
আমি বৃন্দে নামটি ধরি তুমি যাবে কি না যাবে হরি ।
তোমার হাতে দিয়ে প্রেমডুরি বেধে নেবো হায় ।।
রাইপ্রেমের তরঙ্গ ভারি ফকীর লালন বলে আহা মরি
হরি আর সাঁইয়ের মাঝে কোনো তফাৎ নাই ।।