লালন ফকীর রচিত গান নং ৪০৬

তোর দেখরে আমার রসুল যার কাণ্ডারী এই ভবে ।
ভবনদীর তুফানে তার নৌকা কি ডোবে ।।
ভুলোনা মন কারো ধোকায় চড়ো সে তরিকার নৌকায় ।
বিষম ঘোর তুফানের দায় বাঁচবি তবে ।।
তরিকার নৌকাখানি এশক নাম তার বলে শুনি ।
বিনে হাওয়ায় চলছে অমনি রাত্রিদিনে ।।
সেই নৌকাতে যদি না চড়ি কেমনে দেবো ভবপাড়ি ।
লালন বলে এহি ঘড়ি দেখনা রে ভেবে ।।