তোর ছেলে গোপাল সে যে সামান্য নয় মা ।
আমরা চিনেছি তারে বলি মা তোরে তুই ভাবিস যা ।।
কার্য দ্বারা জ্ঞান হয় যে সেই অটল চাঁদ নেমেছে ব্রজে ।
নইলে বিষম কালীদহে বিষের জ্বালায় বাঁচতো না ।।
যেজন বাঞ্ছিত সদাই তোর ঘরে মা সেই দয়াময় ।
নইলে কি গো বাঁশির সুরে ধার ফিরে গঙ্গা ।।
যেমন ছেলে গোপাল তোমার অমন ছেলে আর আছে কার ।
লালন বলে গোপালের সঙ্গে যে গোপাল হয় মা ।।