তোমা ছাড়া বলো কবে রাই ।
সেই কারণ্যলোভে ভেসেছিলাম একাই ।।
সঙ্গ লয়ে হে তোমারই তুমি হবে আমার আধারী ।
মনে তোমারই স্মরণ করি বটপত্ররুপে ভেসেছিলাম তাই ।।
তোমারই কারণে গোষ্ঠে গো চারণে নন্দের বাদা বয়ে মাথায় ।
সদাই বলি মনের সুখে জয় জয় রাধে বৃন্দাবনে সদা বাঁশি বাজাই ।।
পরেতে গোলোকে পরম পুলকে মহারাসলীলা করি দুই জনে ।
সে মহারসের ধনী বিনোদিনী লালন বলে সে হরি নন্দের কানাই ।।