লালন ফকীর রচিত গান নং ৪০৩

তিল পরিমাণ জায়গাতে কি কুদরতিময় ।
জগত জোড়া একজন নাড়া সেইখানেতে বারাম দেয় ।।
বলবো কী সে নাড়ার গুণবিচার চারযুগে রুপ নবকিশোর ।
অমাবস্যা নাই সেই দেশে দীপ্তাকারে সদাই রয় ।।
ভাবের ন্যাড়া ভাব দিয়ে বেড়ায় যে যা ভাবে তাই হয়ে দাড়ায় ।
রসিক যারা বসে তারা পেড়োর খবর পিড়েই পায় ।।
শতদল সহস্রদলের দল ঐ ন্যাড়া বসে ঘুরায় কল ।
লালন বলে তিনটি তারে অনন্তরুপ কল খাটায় ।।