লালন ফকীর রচিত গান নং ৪১০

থাকোনা মন একান্ত হয়ে ।
গুরু গোসাঁইর বাক লয়ে ।।
মেঘপানে চাতক তাকায় চাতকের প্রাণও যদি যায়
তবু কি অন্যজল খায় উর্দ্ধমুখে থাকে সদাই ।
নবঘন জলপানে তেমনই মতো হলে সাধন সিদ্ধি হবে এই দেহে ।।
এক নিরীখ দেখো ধনী সূর্যগত কমলিনী
দিনে বিকশিত তেমনই নিশীথে মুদিত রহে ।
এমনই জেনো ভক্তের লক্ষণ একরুপে ধ্যান করিয়ে ।
শ্মশানে মশানে থাকে কিঞ্চিতের লাগিয়ে ।।
গুরু ছেড়ে গৌর ভজি তাতে করকে মজি
দেখোনা মন পুঁথিপাজি সত্য কি মিথ্যা কহে ।
মন তোরে বুঝাবো কত লালন কয় দিন যায় বয়ে ।।