তারে কি আর ভুলতে পারি আমার এই মনে দিয়েছি মন যে চরণে ।
যেদিকে ফিরি সেদিকে হেরি ঐ রুপের মাধুরী দুই নয়নে ।।
তোরা বলিস চিরকালো কালো নয় সে চাঁদের আলো
সেই কালাচাঁদ নাই আর এমন চাঁদ
সে চাঁদের তুলনা তারই সনে ।।
দেবাদিদেব শিব ভোলা তার গুরু সেই চিকনকালা
তোরা বলিস চিরকাল তারে গো রাখাল
কেমন রাখাল জানগে বেদ পুরাণে ।।
সাধে কি মজেছে রাধে সেই কালার প্রেমফাদে
সে ভাব তোরা কী জানবি বললে কি মানবি
লালন বলে শ্যামের গুণ গোপীরাই জানে ।।