লালন ফকীর রচিত গান নং ৩৯৩

তারে চিনবে কে রে এই মানুষে ।
ম্যারে সাঁই ফেরে কীরুপে সে ।।
মায়ের গুরু পুত্রের শিষ্য দেখে জীবের জ্ঞান নৈরাশ্য ।
কী তাহার মনের উদ্দেশ্য ভেবে বোঝা যায় কীসে ।।
গোলোকে অটল হরি ব্রজপুরে বংশীধারী ।
হলেন নদীয়াতে অবতারী ভক্তরুপে প্রকাশে ।।
আমি ভাবি নিরাকার সে ফেরে স্বরুপ আকার ।
সিরাজ সাঁই কয় লালন তোমার কই হলো রে সে দিশে ।।