তা কি সবাই জানতে পায় ।
রুপেতে রুপ আছে ঘেরা কে করে নির্ণয় ।।
তীর্থ গোদাবরীর তীরে রামানন্দ দেখলেন তারে ।
রসরাজ মহাভাবে মিশে একরুপ সে হয় ।।
লক্ষ্যপরে পক্ষ হানা তারে কি পায় যে সে জনা ।
রসিক ছাড়া কেউ জানেনা বেদে কি তাই পায় ।।
হেরিয়ে তাকে মাতোয়ারা কমলপদ্মে ভ্রমরপুরা ।
না দেখে লালন হলো সারা কেবল কমলপদ ধোয়ায় ।।