সুখ সাগরের ঘাটে যেয়ে মৎস্য ধরো হুশিয়ারে ।
জল ছুয়োনা মন রসনা বলি তোমায় বারে বারে ।।
সুখ সাগরের তুফান ভারি তাহে বজরা সুলুক ধরতে নারি ।
বিনা হাওয়ায় মৌজা তারই ধাক্কা লাগে কিনারে ।।
সে ঘাটে আছে পঞ্চনারী বসে আছে খড়গ ধরি ।
তাতে হঠাৎ করে নাইতে গেলে এক কোপে ছেদন করে ।।
প্রেম ডুবারু হলে পরে যেতে পারে সেই সরোবরে ।
সিরাজ সাঁই কয়রে লালন ধরগে মীন হাওয়ার ঘরে ।।