লালন ফকীর রচিত গান নং ৮৪৩

সুফলা ফলাচ্ছে গুরু মনের ভাব জেনে ।
মনেপ্রাণে ঐক্য করে ডাকছে তারে যেজনে ।।
যার দেহে নাই প্রেমের অঙ্কুর সাধনভজন সব হবেরে দূর ।
যার হিংসাভরা দোল সমুদ্দুর শুদ্ধ হবে কেমনে ।।
যার দেহে রয় কুটিলতা মুখে বলে সরল কথা ।
অন্তরে যার গরল গাঁথা প্রাপ্তি হবে কেমনে ।।
আছে যেজন যোগধ্যানে কাজ কীরে তার লোক জানানে ।
ফকীর লালন বলে রুপনয়নে সাধন করো নির্জনে ।।