সত্য বল সুপথে চল ওরে আমার মন ।
সত্য সুপথ না চিনিলে পাবিনে মানুষের দরশন ।।
খরিদদার দোকানদার মহাজন বাটখারাতে কম তাদের কসুর করবে যে যম ।
গদিয়াল মহাজন যেজন বসে কেনে প্রেমরতন ।।
পরের দ্রব্য পরের নারী হরণ করোনা পারে যেতে পারবেনা ।
যতবার করিবে হরণ ততবার হবে জনম ।।
লালন ফকীর আসলে মিথ্যে ঘুরে বেড়ায় তীর্থে তীর্থে ।
সই হলোনা একমন দিতে আসলে তার পলো কম ।।