সরল হয়ে করবি কবে ফকীরি ।
দেখ মনুরায় হেলায় হেলায় দিন হলো আখেরী ।।
ভজবি রে লা শরীকালা ঘুরিস কেন কল্কেতলা ।
খাবি রে নৈবেদ্য কলা সেটা কি আসল ফকীরি ।।
চাও অধীন ফকীরি নিতে ঠিক হয়ে কই ডুবলে তাতে ।
কেবল দেখি দিবা রাতে পেট পূজার টোল ভারি ।।
গৃহে ছিলি ভালোই ছিলি আচলা ঝোলা কেন নিলি ।
সিরাজ সাঁই কয় নাহি গেলো লালপড়া লালন তোরই ।।