সরল হয়ে ভজ দেখি তারে ।
তোরে যে পাঠায়েছে এ ভব সংসারে ।।
ঠিক ভুলোনা রে মন রসনারে এলে করার করে ।
সেই রকম কর যোগাও এবার অমূল্য ধন দিয়ে রে ।।
দমে নয়ন দিয়ে রে মন সদাই থাকো হুশিয়ারে ।
তোমার দ্বিদলে জপো থাকবে না পাপ আসান পাবি হুজুরে ।।
দেল দিয়ে তার হও তলবদার মুর্শিদের বাক ধরে ।
কোথায় সে ধন মিলবে লালন শুদ্ধ ভক্তির জোরে ।।