সপ্ততলা ভেদ করিলে হাওয়ার ঘরে যাওয়া যায় ।
হাওয়ার ঘরে গেলে পরে অধর মানুষ ধরা যায় ।।
হাওয়াতে হাওয়া মিশায়ে যাওরে মন উজান বেয়ে ।
জলের বাড়ি লাগবে নারে যদি গুরুর দয়া হয় ।।
গুরুপদে যার মন ডুবেছে রে সে কী ঘরে রইতে পারে ।
রত্ন থাকে যত্নের গরে কোন সন্ধান ধরবি তায় ।।
মৃণালের পর আছে স্থিতি রুপের ছটা ধরবি যদি ।
লালন কয় তার গতাগতি সেইখানে চাঁদ উদয় হয় ।।