লালন ফকীর রচিত গান নং ৭৯১

সময় গেলে সাধন হবেনা ।
দিন থাকিতে তিনের সাধন কেন করলে না ।।
জানে না মন খালে বিলে থাকেনা মীন জল শুকালে ।
কী হবে আর বাঁধাল দিলে শুকনা মোহনা ।।
অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে ।
গাছ যদিও হয় বীজের জোর তাতে ফল ধরে না ।।
অমাবস্যায় পূর্ণিমা হয় মহাযোগ সেই দিনে উদয় ।
লালন বলে তার সময় দণ্ড রয়না ।।