লালন ফকীর রচিত গান নং ৮২৮

সকল দেবধর্ম আমার বোষ্টমী ।
ইষ্ট ছাড়া কষ্ট নাই মোর ঐটে ছাড়া নষ্টামি ।।
কেমন সুখ ভাত রাধা জল আনা তা কেন কেউ করে দেখোনা ।
দুটো মুখের কথার মিষ্টি দিয়ে ইষ্ট গোসাঁইর ফষ্টামি ।।
বোষ্টমী মোর শীতের কাঁথা তখন ইষ্ট গোসাঁই রয় কোথা ।
কোনকালে পরকাল হবে তাই তো ভজবো গোস্বামী ।।
বোষ্টমীর গুণ বিষ্ণু জানে ভাই আর জানি আমি চিতোরাম গোসাঁই ।
লালন বলে বোষ্টমী রতন হেসেল ঘরের শালগ্রামই ।।