শূণ্যেতে এক আজব বৃক্ষ দেখতে পাই ।
আড় দীঘে কত হবে বলার কারো সাধ্য নাই ।।
সেই বৃক্ষের দুই পূর্ব ডাল এক ডালে প্রেম আরেক ডালে কাল ।
চার যুগেতে আছে একই হাল নাই টলাটল রতিময় ।।
বলবো কি সে বৃক্ষের কথা ফুলে মধু ফলে সুধা ।
এমন বৃক্ষ মানে যেবা তার বলিহারি যাই ।।
বিনা বীজ সেই যে বৃক্ষ ত্রিজগতের উপলক্ষ ।
শাস্ত্রেতে আছে ঐক্য লালন ভেবে বলে তাই ।।