শুনি নবীর অঙ্গে জগত পয়দা হয় ।
সেই যে আকার কী হলো তার কে করে তার নির্ণয় ।।
আবদুল্লার ঘরে বলো সেই যে নবীর জন্ম হলো ।
মূলদেহ তার কোথায় ছিলো একথা কারে বা শুধাই ।।
কী রুপেতে নবীজির জান বাবার বীজে যুক্ত হন ।
শুনেছি আবহায়াত নাম হাওয়া নাই সেথায় ।।
এক জানে দুই কায়া ধরে কেউ পাপ কেউ পূণ্যি করে ।
কী হবে তার রোজ হাশরে বিচারের সময় ।।
নবীর ভেদ যে পায় এক ক্রান্তি ঘুচে যায় তার সকল ভ্রান্তি ।
দৃষ্ট হয় তার আলকপন্তি লালন ফকীর কয় ।।