লালন ফকীর রচিত গান নং ৭৬৭

শুনি গজবে বারি দোজখ করেন তৈরী ।
কোন নূরেতে বেহেশত দোজখ খবর কও তারই ।।
কথা বলতে জবর কওনা খবর কোন নূরে বেহেশত খানা
যেদিন ভেসেছিলেন আপে বারি পাঁচজনাকে সঙ্গে করি
কার আগে কার পয়দা করলেন রব্বানা ।।
কুদরত কুদরত বলে যারে সে ভেদ কে বুঝতে পারে
কেবল জানে দুই একজনা
লালন বলে কী হইলো আমার মনের ঘোর গেলোনা ।।