শুনে মানের কথা চম্পকলতা মাথা যায় ঘুরে ।
চোরের মত বুদ্ধিহত দাড়িয়ে আছি তার দ্বারে ।।
দুঃখের কথা বলবো কী ছাই কথায় কথায় মান করে রাই
নারীলোকের বুদ্ধি তো নাই মানের দায়ে শুধু কেঁদে ফিরে ।।
এতো মান ভাঙাতে সাধাসাধি সয় কি আসিয়া বিষমুখীরে বুঝাও তো সখি ।
লালন বলে এত মান কীসে তার দেখি থৈ মিলেনা রাধার মান সাগরে ।।