লালন ফকীর রচিত গান নং ৮৭০

শুধু রে ভাই জাতাজাতির দোষে ।
ফিরিঙ্গিরা রাজা হলো এ দেশেতে এসে ।।
হিন্দু বৌদ্ধ জৈন মুসলমান পরস্পর হিংসায় দিলো প্রাণ ।
তাইতে পাদ্রি খ্রিস্টান যীশু খ্রিস্টের দ্বীন প্রকাশে ।।
কোটি কোটি ভারতবাসী এক হয়ে রইলো না মিশি ।
কয়জনা ফিরিঙ্গি আসি এ দেশেতে জুড়ে বসে ।।
হায়রে ধর্ম হায়রে জাতি বোঝেনা সে রীতিনীতি ।
লালন বলে জাতের প্রীতি ত্যাজো ত্যাজো একজাতে মিশে ।।