শুদ্ধ প্রেম সাধলো যারা কামরতি রাখলো কোথা ।
বল গো রসিক রসের মাফিক ঘুচাও আমার মনের ব্যাথা ।।
আগে উদয় কামের রতি রস আগমন তাহে গতি ।
সেই রসে করে স্থিতি খেলছে রসিক প্রেমদাতা ।।
মন জানেনা রসের করণ জানেনা সে প্রেমের ধরণ ।
জল সেচিয়ে হয়রে মরণ কথায় কেবল বাজি জেতা ।।
মনের বাধ্য যেজন আপনার আপনি ভোলে সে জন ।
ভেবে কয় ফকীর লালন ডাকলে সে তো কয়না কথা ।।