লালন ফকীর রচিত গান নং ৭৮০

শুদ্ধ প্রেম রসিক বিনে কে তারে পায় ।
যার নাম আলক মানুষ আলকেতে রয় ।।
রসরতি অনুসারে নিগূঢ় ভেদ জানতে পারে ।
রতিতে মতি ঝরে মূলখণ্ড হয় ।।
নীরে নিরঞ্জন আমার আদি লীলা করে প্রচার ।
হলে আপন জন্মের বিচার সব জানা যায় ।।
আপনার জন্মলতা খোজগে তার মূলটি কোথা ।
লালন বলে পাবি সেথা সাঁইয়ের পরিচয় ।।