লালন ফকীর রচিত গান নং ৭৮২

শুদ্ধ প্রেম রসের রসিক মেরে সাঁই ।
গুণিলে পড়িলে কি আর তারে পাই ।।
রোজা পূজা করলে সবে আত্মসুখের কার্য হবে ।
সাঁইয়ের খাতায় কি সই পড়িবে মনে ভাবো তাই ।।
ধ্যানী জ্ঞানী মুনিজনা প্রেমের খাতায় সই পড়েনা ।
প্রেম পীরিতির উপাসনা কোনো বেদে নাই ।।
প্রেমে পাপ কি পূণ্য হয়রে চিত্রগুপ্ত লিখতে নারে ।
সিরাজ সাঁই কয় লালন তোরে তাই জানাই ।।