লালন ফকীর রচিত গান নং ৭৮৭

শ্রীরুপের সাধন আমার কই হলো ।
শুধু কথায় কথায় এ জনম বিফলে গেলো ।।
রুপের দয়া হলোনা মোরে ভক্তি নাই আমার এ অন্তরে ।
দিন আখেরী কথার জোরে সকলই তোর ফুরালো ।।
শ্রীরুপের আশ্রিত যারা অনাসে প্রেম সাধলো তারা ।
হলোনা মোর অন্ত সারা কপালে এই ছিলো ।।
এলো বুঝি কঠিন শমন নিকাশ কি করবো তখন ।
তাই তো এবার অধীন লালন গুরুর দোহাই দিলো ।।