সহজে আলক নবী ।
দেহের ভিতর চৌদ্দ ভুবন বানালো কলের ছবি ।।
ভবভাবী ভবের ঘোরে ঘোর সাগরে অন্ধকারে ।
চারিদিকে মায়ার প্রাচীরে প্রমরতনে সাঁই সবই ।।
নাসুতে করে স্থিতি মালাকুতে তার বসতি ।
জলে স্থলের শশীর কিরণ মালাকুতে রয় রবি ।।
নিরাকারে হয়ে বারি বারি বিচে থাকেন বাড়ি ।
জোর করে সকলে তারই কার ভাবে হবি ভাবী ।।
লালন বলে কাতর হালে বাঁধা আছি ভূমণ্ডলে ।
কাটারে মনের কলি ভাবের ভাবী ।।