সেই প্রেমময়ের প্রেমটি অতি চমৎকার ।
প্রেমে অধম পাপী হয় উদ্ধার ।।
দুনিয়াতে প্রেমের তরী বানিয়ে দিলেন পাঠায়ে পাপীর লাগি ।
মানুষ চাপিয়ে তাতে অনায়াসেতে স্বর্গেতে পায় অধিকার ।।
সত্যপ্রেমের কথা নয়কো বৃথা তাই খলতা নয় চাই প্রেমের সরলতা ।
নির্মল প্রেমে ক্রমে ক্রমে মনের ময়লা রয়না আর ।।
সেই প্রেমের ভাব বোঝা ভার মধুর আলাপে বসে আছি অনিবার ।
প্রেমে মগ্ন হলে হৃদয় গলে লালন বলে দূরে যায় পাপ অন্ধকার ।।